উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে সতর্ক রাজভবন, ফের সক্রিয় ‘পিস রুম’, চালু হল ২৪ ঘণ্টার হেল্পলাইন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রকৃতির ভয়াল রূপ দেখছে উত্তরবঙ্গ। টানা বৃষ্টিতে দার্জিলিং জুড়ে একের পর এক ভূমিধসে বিধ্বস্ত পাহাড়ি শহর। এবার পরিস্থিতি সামাল দিতে রাজ্যপালের দফতরেও জারি হল জরুরি ব্যবস্থা। রাজভবনে ফের সক্রিয় করা হয়েছে ‘পিস রুম’ (Peace Room)।

দুর্গত এলাকায় নজরদারি ও প্রশাসনিক তৎপরতা জোরদার করতে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে রাজভবন।