উত্তম কুমারের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য অর্পণে লিটারারি ফোরাম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের উদ্যোগে আজ কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ট্রাম ডিপো প্রাঙ্গণে অবস্থিত উত্তম কুমারের মূর্তির সামনে সংগঠনের সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ একত্রিত হয়ে তাঁকে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা উত্তম কুমারের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলা চলচ্চিত্র জগতে তাঁর অবদানের কথা স্মরণ করে তাঁরা বলেন, উত্তম কুমার কেবল একজন অভিনেতাই নন, বরং বাঙালির আবেগ ও গৌরবের প্রতীক। তাঁর অভিনয় আজও দর্শকের হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক।

ফোরামের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর থেকে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানকে আরও বৃহত্তর পরিসরে পালন করার পরিকল্পনা নেওয়ার বিষয় ভাবা হবে, যাতে নতুন প্রজন্মও মহানায়কের কর্মজীবন সম্পর্কে অনুপ্রাণিত হয়।