📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: টাকার বিনিময়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC) কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার চাকরি বিক্রির অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর চার্জশিট নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ নির্দেশ দেয়, সিবিআই তাদের দাবি সমর্থনে কী তথ্য বা নথি (documents on job sale) পেয়েছে তা জানাতে হবে। পাশাপাশি, এসএসসি-কে মেধাতালিকা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রের খবর, সিবিআই চার্জশিটে জানিয়েছিল, কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল। যদিও উচ্চপ্রাথমিকে সিবিআই তদন্তের কোনও নির্দেশ নেই, তবুও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এই দাবি কেন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত।
বিচারপতি বসুর মন্তব্য, “তদন্তের ভিত্তিতে কোনও নথি বা তথ্যই সিবিআই পেয়েছে, যা এমন অভিযোগ আনার কারণ। সেই নথি আদালত দেখতে চায়।”
এরপরই আদালতের নির্দেশ: ১. উচ্চপ্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার মেধাতালিকা আদালতে পেশ করতে হবে এসএসসি-কে। ২. সিবিআই-কে জানাতে হবে, চাকরি বিক্রির অভিযোগ কোথা থেকে এবং কীসের ভিত্তিতে আনা হয়েছে। ৩. পয়লা জুলাইয়ের মধ্যে দুই পক্ষকেই তাদের অবস্থান জানাতে হবে।
এসএসসি সূত্রের খবর, কর্মশিক্ষায় ঘোষিত শূন্যপদ – ১২৩৭, অতিরিক্ত শূন্যপদ – ৭৫০। একইভাবে শারীরশিক্ষায় ঘোষিত শূন্যপদ – ১০১৯, অতিরিক্ত শূন্যপদ – ৮৫০। আগামী পয়লা জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। সেদিনই এসএসসি এবং সিবিআইয়ের পেশ করা নথি আদালত পর্যালোচনা করবে।