‘ইস বার দেশ থেকে বার…’, অমিত শাহকে হুঁশিয়ারি মমতার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অমিত শাহকে সরাসরি হুঁশিয়ারি,‘দুঃশাসনবাবু আজ বলেছেন দুই-তৃতীয়াংশ আসন পাবেন। এখন আর বলতে পারছে না, ইস বার দুশো পার। আমি বলছি এ বার দেশ থেকে বার। নির্বাচনে জিতে গণতান্ত্রিক উপায়ে তোমাকে দেশ থেকে বার করব। এ বার শান্তিতে ঘুরছেন ঘুরুন। নির্বাচনের সময়ে প্রচারে এলে বাংলার নাড়ু খাবেন। BJP-কে থামানোর একটাই অস্ত্র। মানুষ পথে নামলে ওগুলো ল্যাজ গুটিয়ে পালাবে।’