📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইরানে (Iran) মার্কিন সামরিক (US army) হস্তক্ষেপে সায় নেই গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ডের (US intelligence chief Tulshi Gavard)। মাকিন সেনেটের কাছে গোপন শুনানিতে তিনি বলেছেন, ইরানের হাতে পরমাণু বোমা (no atomic arms in Iran) থাকার কোনও রিপোর্ট আমেরিকার কোনও গোয়েন্দা সংস্থার কাছে নেই। ওই দেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ দেশের সুনাম নষ্ট করবে। বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশ।
সেই খবর জানতে পেরে গোয়েন্দা প্রধানের উপর বেজায় চটেছেন ট্রাম্প। তিনি হোয়াইট হাউসের সিচুউশন রুমের বৈঠকে ডাকছেন না গোয়েন্দা প্রধানকে। বুধবার রাতের বৈঠকে তুলসি বৈঠকে ছিলেন না। ট্রাম্পের ইচ্ছায় তুলসির ডেপুটি বৈঠকে অংশ নেন।