📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইরান-ইজরায়েল সংঘাতে কি যোগ দেবে আমেরিকা? হোয়াইট হাউস সূত্রে খবর, ইরান সম্পর্কে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্য়েই বেঞ্জামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছেন, ইরানের প্রতিটি পারমাণবিক ঘাঁটি ধ্বংস করা হবে। এতে যোগদান করা বা না করা আমেরিকার সিদ্ধান্ত। ইরান-ইজরায়েল যুদ্ধ প্রসঙ্গে হস্তক্ষেপ করলে গুরুতর পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিল রাশিয়া। অন্য়দিকে পারমাণবিক ঘাঁটিতে হামলা চালানোর বিরোধিতা করেছে চিনও। মধ্য়প্রাচ্য়ে যুদ্ধের আবহে ৩ শতাংশ দাম বাড়ল অপরিশোধিত তেলের। ফলে চাপ বাড়তে চলেছে ভারতের। দাম বাড়বে পেট্রোল-ডিজেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর।
ইরান-ইজরায়েল সংঘাতে কি যোগ দেবে আমেরিকা?
