📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ও ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জেরে একাধিক দেশ তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তার জেরে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বন্ধ হল একাধিক উড়ান পরিষেবা। বাতিল হয়েছে অন্তত ৪৮টি বিমান, যার মধ্যে ২৮টি দিল্লিগামী (48 Flights Cancelled amid Middle East Tension and the closure of airspace)।
সূত্রের খবর অনুযায়ী, বাতিল হওয়া ৪৮টি বিমানের মধ্যে ১৭টি এয়ার ইন্ডিয়ার (Air India), ৮টি ইন্ডিগোর (IndiGo) এবং বাকি ৩টি অন্যান্য সংস্থার। দিল্লি থেকে ছাড়ার কথা ছিল এমন বিমানগুলির মধ্যে ১০টি ছিল এয়ার ইন্ডিয়ার, ৭টি ইন্ডিগোর এবং ৩টি অন্য সংস্থার।