📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইরানের উপর হামলা চালাতে পারে আমেরিকা বলে আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপরে হামলা চালাতে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইজ়রায়েল-ইরান লড়াইয়ে আমেরিকা ‘সামরিক হস্তক্ষেপ’ করলে তা খুবই ভয়ঙ্কর হবে বলেও সতর্ক করেছে রাশিয়া। এ বার কখন সেখানে হামলা করা হতে পারে বলে জানিয়ে দিলেন মার্কিন প্রসিডেন্ট।
বৃহস্পতিবার, হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানো হবে কী না সেই বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইজ়রায়েল-ইরান সংঘর্ষ নিয়ে ওয়াশিংটন এবং তেহেরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই কথা জানানো হয়েছে।