📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে শাসক পরিবর্তনের (regime change) ডাক দেওয়ার কয়েক দিনের মাথায় ট্রাম্প জানালেন, তিনি এখন আর তা চান না।
মঙ্গলবার নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনের উদ্দেশে রওনা হওয়ার পথে প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন,’ আমি এখন আর রেজিম চেঞ্জ চাই না। আমি চাই, পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব শান্ত হোক।’ তিনি আরও যোগ করেন, ‘রেজিম চেঞ্জ মানেই বিশৃঙ্খলা। আর আমরা আরও একটা বিশৃঙ্খলা চাই না।’