📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা কর্পোরেশনের ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না-র উদ্যোগে আজ ইচ্ছাপুরণ কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক মানবিক ও সমাজকল্যাণমূলক অনুষ্ঠান — “রক্তদান উৎসব”।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ সদস্য ও বিধায়ক দেবাশিস কুমার, যিনি রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং উদ্যোক্তাদের প্রশংসা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেশনের অন্যান্য পদাধিকারিক, চিকিৎসকবৃন্দ, সমাজকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বহু উৎসাহী নাগরিক স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও স্মারক।
কাউন্সিলর লিপিকা মান্না বলেন, “মানুষের জীবন রক্ষায় রক্তদানের কোনো বিকল্প নেই। এই কর্মসূচির মাধ্যমে আমরা সমাজে একটি ইতিবাচক বার্তা দিতে চাই যে, রক্তদান এক মহান দান।”
“রক্তদান করো, জীবন বাঁচাও”— এই স্লোগানকে সামনে রেখে আজকের এই উৎসবটি হয়ে উঠল এক প্রাণবন্ত সামাজিক মিলনক্ষেত্র, যা ভবিষ্যতে আরও বৃহত্তর উদ্যোগে রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।