📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মহম্মদ ইউনুস (Md Yunus) কি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যাচ্ছেন? রাজধানী ঢাকায় (Dhaka) বিকালের পর থেকে কিছু ঘটনাকে কেন্দ্র করে এমন জল্পনা তুঙ্গে উঠেছে। একটু আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ তথা নতুন দল জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party) প্রধান নাহিদ ইসলামকে (Nahid Islam) ডেকে দীর্ঘক্ষণ কথা বলেন ইউনুস। বাংলাদেশের প্রথমসারির দৈনিক ‘প্রথম আলো’ জানিয়েছে, ওই বৈঠকে অধ্যাপক ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
ইউনুস কি সরছেন, নাকি উপদেষ্টাদের সরাচ্ছেন? ঢাকায় জল্পনা তুঙ্গে, তৎপর সেনাও
