ইউনুসের আর্জি মেনে বৈঠকে বসলেন বটে, তবে মোদীর মুখে নেই চওড়া হাসি, করলেন না আলিঙ্গন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বৈঠক শুরু হয়েছে। ব্যাঙ্ককের শিংরিলা হোটেলে মধ্যাহ্নভোজের পর দুই নেতা বৈঠকে বসেন।

এই বৈঠকের ব্যাপারে বাংলাদেশ সরকার ভারতের কাছে বাডে বারে আর্জি জানিয়েছিল। অনেক করে অনুরোধ করায় প্রধানমন্ত্রী মোদী রাজি হয়েছেন। দু’জনেই বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাঙ্ককে রয়েছেন।

একাধিক সুত্র জানিয়েছে, বাংলাদেশে ইসলামি জঙ্গিবাদের উত্থান ও সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ইউনুসকে কড়া কথা শোনাতে পারেন মোদী।

মোদী-ইউনুস বৈঠক নিয়ে ভারত মোটেই উৎসাহ দেখায়নি। বরং একপ্রকার উপেক্ষার বার্তা দিয়ে শেষে বাংলাদেশের আর্জি রক্ষা করল। বৈঠক করলেও কোনওরকম আন্তরিকতার বার্তা দেননি ভারতের প্রধানমন্ত্রী। মোদী সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলিঙ্গন করে থাকেন। ইউনুসের সঙ্গে আলিঙ্গন করেননি। শুধু নমস্কার এবং করমর্দন করেছেন। আরও উল্লেখযোগ্য হল, ভারতের প্রধানমন্ত্রীর সফরসূচির মধ্যে ইউনুসের সঙ্গে বৈঠকের উল্লেখ করা হয়নি। এমনকী প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার রাতে তাঁর শুক্রবারের কর্মসূচির কথা জানিয়ে এক্সে যে পোস্ট করেন তাতেও বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের উল্লেখ করেননি।

error: Content is protected !!