আসানসোল শিল্পাঞ্চলের কয়লা দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্ত মজুমদারের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আসানসোল শিল্পাঞ্চলজুড়ে অবৈধ কয়লা খনি ও কয়লা মাফিয়াদের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে এবং এই দুর্নীতির তদন্ত সিবিআই বা ইডি দিয়ে করানোর দাবিতে সম্প্রতি কেন্দ্রীয় কয়লা মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর মূল অভিযোগ ছিল, তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তীর বিরুদ্ধে এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ রয়েছে।

এবার একই বিষয়ে কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, বৈঠকে আসানসোল শিল্পাঞ্চলজুড়ে অবৈধ কয়লা খনি, কয়লা মাফিয়া, ইসিএল-এর এক শ্রেণির আধিকারিক এবং তৃণমূল নেতাদের অবৈধ যোগসাজশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, জুন মাসে পশ্চিমবঙ্গ সফরে আসা কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্য বিজেপি নেতা ও আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। মুখবন্ধ খামে কয়লা দুর্নীতির নথি-সহ অভিযোগ তুলে ধরেছিলেন তিনি।

রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, একের পর এক রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে এই দুর্নীতির ইস্যু কেন্দ্রীয় সরকারের নজরে আনা হচ্ছে — যা আগামী দিনে রাজ্যের শিল্পাঞ্চল রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।