📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তদন্তে (Investigation) গতি আনতে এবার বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য পুলিশ (West Bengal Police)। তদন্তের জন্য এখন থেকে রাজ্যের যেকোনও থানায় বসে সারা রাজ্যের যেকোনও থানার যেকোনও অভিযুক্তর যাবতীয় পরিসংখ্যান ৪৮ ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন তদন্তকারী অফিসাররা।
পুলিশ সূত্রের খবর, এজন্য ‘লোকাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’, সংক্ষেপে এলআইএমএস নামে একটি নতুন পোর্টাল (New Portal) আনা হচ্ছে।
রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তার কথায়, অনেক সময় পুলিশের তদন্তে গড়িমসির অভিযোগ ওঠে। কিন্তু সবক্ষেত্রে যে তদন্তকারী অফিসারের গাফিলতি থাকে তেমনটা নয়।
ওই অফিসার বলেন, ধরুন, সোনারপুর থানা এলাকার কোনও একটি ঘটনায় অভিযুক্তর বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। অভিযুক্তর বিষয়ে পুঙ্খানপুঙ্খ তথ্য পেতে এতদিন সংশ্লিষ্ট থানায় যাওয়ার দরকার পড়তো বা ই-মেল করে সংশ্লিষ্ট থানার আধিকারিকদের কাছে তথ্য চাইতে হত। এর ফলে অনেক সময়ই নথি জোগাড় করতে অনেকখানি সময় নষ্ট হয়ে যায়।
নয়া পোর্টালের ফলে সেই সমস্যা আর থাকবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট পোর্টালে সোনারপুরের তদন্তকারী অফিসার তাঁর কী কী তথ্য প্রয়োজন তা পোর্টালে উল্লেখ করবেন। সঙ্গে ট্যাগ করে দেবেন দাসপুর থানাকে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তর যাবতীয় নথি ওই পোর্টালে সাবমিট করবেন সংশ্লিষ্ট থানার আধিকারিক।
পুলিশ সূত্রের খবর, তদন্তে গতি আনতে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে এই নয়া পোর্টাল।