আলিপুরদুয়ারে নমোর সভা, আশায় বুক বাঁধছেন চা শ্রমিকেরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  ১৯৮৬ সালে রাজীব গান্ধীর পরে এই প্রথম আলিপুরদুয়ারে আসছেন দেশের দ্বিতীয় কোনও প্রধানমন্ত্রী। বিরোধীদের অভিযোগ, চা মহল্লার বাসিন্দাদের মন জয় করে একের পর এক নির্বাচনের বৈতরণী পার করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু আখেরে চা শ্রমিকদের উন্নয়নের জন্য কোনও কাজই করে উঠতে পারেননি নরেন্দ্র মোদী সরকার। ২০১৬ সালে বীরপাড়ার মাটিতে দাঁড়িয়ে ডানকানের চা বাগানগুলি অধিগ্রহণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী, তা-ও বাস্তবে কার্যকর হয়নি।
২০২১ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চা শ্রমিকদের উন্নয়নের জন্য ১০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন। কিন্তু তার ছিটেফোঁটাও চা শ্রমিকদের আঙিনায় না পৌঁছনো নিয়ে দীর্ঘ দিন ধরে সরব বিরোধীরা। ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উত্তরবঙ্গের ছোট-বড়, কমপক্ষে ৩০০টি চা বাগানের লক্ষ লক্ষ শ্রমিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিকে তাকিয়ে রয়েছেন। বিষয়টি যে প্রধানমন্ত্রীকেও যথেষ্ঠ চাপে রাখবে তা বলার আর অপেক্ষা রাখে না।