আর বিজেপি নয়, এবার স্বামীর সঙ্গে, কংগ্রেসে যোগ দিলেন সুদীপ্তা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একই ছাদের তলায় রায় চৌধুরী দম্পতি থাকলেও রাজনৈতিক মতাদর্শগতভাবে দু জন ছিলেন একে অপরের বিরোধী। স্ত্রী সুদীপ্ত রায়চৌধুরী বিজেপির কর্মী আর স্বামী সুমন রায় চৌধুরী প্রদেশ কংগ্রেস এর মুখপাত্র। তবে এবার থেকে আর একে অপরের বিরোধী হয়ে নয়, নতুন ভাবে শুরু হলো পথচলা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত ধরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন সুদীপ্তা। আজ রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে এই যোগদান অনুষ্ঠিত হয় ।বিধানসভা নির্বাচনের আগে রং বদল নিয়ে চলছে জোর তরজা ।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে বিভিন্ন গণ মাধ্যমে বিশ্লেষক হিসাবে প্যানেলে দেখা গিয়েছে সুদীপ্তাকে। তিনি একাধারে একজন কবি ও সমাজকর্মীও। যোগদানের পর শুভঙ্কর সরকার বলেন, ‘আজকের ভারতবর্ষ ও বাংলায় যে  ভাবে নারী অসম্মান ও আক্রমণ হচ্ছে সেই পরিস্থিতি তে সুদীপ্তা মনে করেছেন জাতীয় কংগ্রেস একমাত্র মঞ্চ যেখানে তিনি তার লেখা বলা ও আন্দোলনে র মাধ্যমে প্রতিবাদ ও সকল প্রতিরোধ কে একটা পূর্ণাঙ্গ রূপ দিতে পারবেন।’

অন্যদিকে, সুদীপ্তা দল বদলের পর বলেন, ‘ সেদিন আমার চোখ খুলে গেলো যেদিন দেখলাম ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রী হাজার অনুনয় বিনয় সত্ত্বেও , আরজি কর কাঁদের মৃতার পরিবারের সাথে দেখা করলেন না । আসলে আবারো প্রমাণিত হলো বিজেপি বা আরএসএস এর পালিতা কন্যা মমতা , আর ওই দলে থেকে এই দুর্বৃত্তায়ন আর অত্যাচারের বিরুদ্ধে লড়া যাবে না’।

error: Content is protected !!