📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নেতাজি ইন্ডোরে BLA-দের সভা থেকে BJPকে ফের তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘ভ্যানিশ কুমার বাবুরা ২ বছরের কাজ দু’মাসে করতে চায়। ভোটের আগে পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা চলছে। আরও দেড় কোটি নাম বাদ দিতে হবে বলে BJP খোকাবাবুদের আবদার। BJP সব এজেন্সিকে দালাল বানিয়েছে। BJP গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। এত বার অ্যাপ পরিবর্তন হয়েছে যে বেচারা BLO-রা। আসলে নির্বাচন কমিশন নিজেই নিশ্চিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছে তাই করছে।’
আরও দেড় কোটি নাম বাদ দিতে হবে বলে BJP খোকাবাবুদের আবদার: মুখ্যমন্ত্রী

