📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এ রাজ্যে রেলের কাজ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। বলেন, ‘এখানে রেলওয়ের অভূতপূর্ব কাজ হয়েছে। একাধিক বন্দে ভারত, আধুনিক রেল স্টেশন, রেল ওভারব্রীজ তৈরি হচ্ছে, রেল পথ সম্প্রসারণ হচ্ছে। এয়ারপোর্ট গুলোকে উড়ান যোজনার সঙ্গে যুক্ত করা হয়েছে। শীঘ্র আরও বিস্তার হবে কলকাতা মেট্রোর। বদলাচ্ছে এখনকার রেলস্টেশনও। ওয়ান নেশন, ওয়ান গ্যাসের উপর দেশজুড়ে কাজ হচ্ছে। পূর্বের ৬ টি রাজ্যে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কাজ চলছে। এ রাজ্যেও পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। ২৫-৩০ লক্ষ ঘরে পাইপ লাইনের মাধ্যমে সস্তায় পৌঁছে যাবে গ্যাস।’ ২০৪৭-এর মধ্যে ভারতকে আরও বিকশিত করার লক্ষ্য বেঁধে দিলেন তিনি।
আরও দুই ওভারব্রিজ পাচ্ছে পশ্চিমবঙ্গ: মোদী

