আরও কাছে ঘূর্ণিঝড় ‘মান্থা’, মঙ্গল সন্ধ্যায় ল্যান্ডফল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় মান্থা। সোমবার বিকেল সাড়ে পাঁচটার সময়ে এই ঘূর্ণিঝড় চেন্নাই থেকে প্রায় ৪২০ কিমি পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৫০০ কিমি দক্ষিণ-পূর্বে এবং ওডিশার গোপালপুর থেকে ৬৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল বলে জানিয়েছে মৌসম ভবন।

আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগলে মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার পাশে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে মন্থা। সেই সময়ে এর সর্বোচ্চ ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাস বইবে এবং বাতাসের ঝাপটার গতিবেগ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকবে বলে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *