আমেরিকান সেন্টারের সামনে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের বিক্ষোভ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  মার্কিন যুক্তরাষ্ট্রে স্বপ্ন ও সম্ভাবনায় ভরা একজন ভারতীয় ছাত্রকে নির্মমভাবে নির্বাসিত করা হয়েছে – হাতকড়া পরিয়ে, অপরাধীর মতো মাটিতে টেনে নিয়ে যাওয়ার হৃদয়বিদারক ঘটনায়  ১১ই জুন (বুধবার) দুপুর ৩টায় পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে কলকাতার আমেরিকান সেন্টারের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সংগঠিত করতে গেলে পুলিশ ছাত্র পরিষদ নেতৃত্বকে গ্রেপ্তার করে শেক্সপিয়ার সরনি থানায় নিয়ে যাওয়া হয়। পরে আবারও আমেরিকান সেন্টারের সামনে ছাত্র পরিষদের আরেক প্রতিনিধি দল বিক্ষোভ প্রদর্শন করলে তাদেরও গ্রেপ্তার করে শেক্সপিয়ার সরনি থানায় নিয়ে যাওয়া হয়। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন রাজ্য ছাত্র পরিষদের সহ সভাপতি রেজাউল হক মোল্লা, ন্যাশানাল কোর্ডিনেটর পাপাই ঘোষ, দেবজ্যোতি দাস, সাইন মণ্ডল প্রমুখ।

ছাত্র পরিষদ নেতৃত্বের স্পষ্ট কথা, সে অপরাধী ছিল না। সে একজন ছাত্র ছিল।


তথাকথিত ৫৬ ইঞ্চি নেতৃত্ব এখন কোথায়?
বিদেশের মাটিতে ভারতীয় ছাত্রদের সাথে এইরকম আচরণের বিরুদ্ধে এবং মোদী ও জয়শঙ্করের বিবৃতি প্রকাশের দাবিতে আজ প্রতিবাদ দেখানো হল।

error: Content is protected !!