আমেদাবাদে সপরিবারে ভোট দিলেন অমিত শাহ, সঙ্গে ছিলেন বোর্ড সচিব জয়ও


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সপরিবারে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। আহমেদাবাদের বুথে ভোট দেন তিনি। মঙ্গলবার গুজরাতে গান্ধীনগরেও নির্বাচন। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমিত শাহ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আমেদাবাদে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সময় প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন অমিত শাহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, “সকালে ভোট দিলাম। বেশিক্ষণ এখানে থাকতে পারব না। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও তেলেঙ্গানায় যাওয়ার কথা আছে। অমিতভাই এখানে লড়ছেন। তাঁকে জয়ী করুন।” এরপর অটোগ্রাফ দিতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে।