আমি শাহরুখ খানের থেকেও বেশি ব্যস্ত! সিনেমা ছাড়ার গুজব ওড়ালেন অনুরাগ কাশ্যপ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বলিউডের স্পষ্টভাষী পরিচালক অনুরাগ কাশ্যপ, ফের শিরোনামে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, তিনি নাকি মুম্বই ছেড়ে কেরালে চলে গিয়েছেন এবং সিনেমা পরিচালনা ছেড়ে দিচ্ছেন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই এই গুজবের জবাব দিলেন।

অনুরাগ টুইটারে লিখেছেন, ‘আমি শহর বদলেছি ঠিকই, কিন্তু সিনেমা ছাড়িনি। যাঁরা ভাবছেন আমি হতাশ হয়ে সব ছেড়ে দিয়েছি, তাঁদের জন্য বলছি—আমি এখানেই আছি এবং শাহরুখ খানের থেকেও বেশি ব্যস্ত (আমাকে হতে হয়, আমি ওর মতো বেশি টাকা রোজগার করি না)। ২০২৮ সালের আগে আমার কোনো ডেট ফাঁকা নেই।”

তিনি আরও জানান, ‘এই বছর হয়তো আমার ৫টা পরিচালিত ছবি মুক্তি পাবে, বা অন্তত ৩টে এই বছর আর ২টো আগামী বছরের শুরুর দিকেআসবে। আমার আইএমডিবি প্রোফাইল সবচেয়ে দীর্ঘ, আমি দিনে তিনটে কাজ ফিরিয়ে দিতে বাধ্য হই।’

এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সিনেমার প্রতি তাঁর ভালোবাসা এখনও অটুট। তবে তিনি স্বীকার করেছেন, বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি তাকে হতাশ করেছে।

error: Content is protected !!