📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: “আমি চাষার ব্যাটা”—এই শব্দগুলি শুধু কথার কথা নয়, বাস্তবে প্রমাণ করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। নিজের হাতে ট্র্যাক্টর চালিয়ে জমি প্রস্তুত করে ধান বপনের ছবি তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সেই ছবি ও ভিডিও।
ছবিতে দেখা যাচ্ছে, বিধায়ক নিজেই কৃষকের পোশাকে জমিতে নামছেন, ট্র্যাক্টরের চাকা ঘুরে চলেছে তাঁর হাতেই। ধান চাষের এই বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, “আমি চাষ করি মহা আনন্দে — আমি চাষার ব্যাটা”।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ও বক্তব্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে প্রশংসা করেছেন এই উদ্যোগের, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক বার্তা বলেও ব্যাখ্যা করছেন।
রাজনীতির বাইরে গিয়ে সাধারণ কৃষকের সঙ্গে মাটির টান দেখানোয় অনেকেই বিধায়কের এই কর্মকাণ্ডকে “নেতৃত্বের নতুন বার্তা” হিসেবে দেখছেন। কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে তাঁদের পাশে দাঁড়ানোর এই প্রয়াস নিঃসন্দেহে জনমানসে একটি ইতিবাচক প্রভাব ফেলেছে।
এই ছবির মাধ্যমে একদিকে যেমন উঠে এসেছে বাংলার মাটির ঘ্রাণ, অন্যদিকে রাজনীতির পাটাতনে এক অভিনব মানবিক দৃষ্টান্তও স্থাপিত হয়েছে।

