‘আমার আব্বু নির্দোষ প্রমাণ হবে’, আদালত চত্বরে বলে উঠল শাহজাহানের ৮ বছরের মেয়ে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ধরলেন শাহজাহান। তার পরেই প্রিজন ভ্যানে বাবার দিকে তাকিয়ে আট বছরের মেয়ে বলল, “আমার আব্বু নির্দোষ প্রমাণ হবে, ফের বাড়ি ফিরবে।” মঙ্গলবার শুনানি শেষে এমনই দৃশ্য দেখা গেল বসিরহাট আদালত চত্বরে।

গত ২৩ এপ্রিল বসিরহাটের কোর্ট চত্বরে দেখা গেছিল অন্য শাহজাহান শেখকে। তাঁর শরীরী ভাষায় ছিল না কোনও দাপট। সামনে স্ত্রীকে দেখে ও মেয়ের ‘আব্বু’ ডাকে আবেগঘন হয়ে পড়েছিলেন সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান। প্রিজন ভ্যানের থেকে স্ত্রীর হাত ধরে চোখের জল ফেলতে দেখা গিয়েছিল তাঁকে।

error: Content is protected !!