নিজস্ব সংবাদদাতা, Todays Story: সাল ১৯৯৮। বহু বছর পর মান্না দে-র নতুন আধুনিক বাংলা গান ফিনিক্স পাখির মতো জেগে উঠে সুপারহিট হয়েছিল। ‘মা আমার মা’ ক্যাসেট ছিল প্রতিটি বাঙালির ঘরে ঘরে। আট থেকে আশি সবার মুখে মুখে ফিরত ‘আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি’। দূরদর্শনেও গাথানি কোম্পানি থেকে দেখানো হত ‘আমায় একটু জায়গা দাও’ গানের মিউজিক ভিডিও। দক্ষিণেশ্বর মন্দিরের চাতালে বসে মান্না দে গাইছেন এই সাড়া জাগানো গান। ‘মা আমার মা’ অ্যালবামে আরো এক গুচ্ছ মায়ের গান ছিল, যার বেশিরভাগই হিট। নতুন করে যেন মান্না দে আবার বাংলা গানে ফিরে আসেন এই অ্যালবামের হাত ধরে। এই অ্যালবামের আরেকটি গান নাড়িয়ে দেয় শ্রোতাদের ‘যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা’।