আমাদের সম্পর্কে রিয়ান ভারসাম্য বজায় রাখে’, রূপাঞ্জনার সঙ্গে বিয়ে নিয়ে খোলামেলা রাতুল

নিজস্ব সংবাদদাতা, Todays Story: বলা হয় তাঁদের শ্যুটিং ফ্লোরে আলাপ। কিন্তু প্রথম নাকি তাঁদের দেখা হয়েছিল এক রেস্তোরাঁয়। প্রথম আলাপেই একে অপরকে পছন্দ হয়। এরপর কথা শুরু, সেই থেকে বন্ধুত্ব ও প্রেম। তারপর টানা সাড়ে ৬ বছর ধরে সুখে-দুঃখে একে অপরের হাত ধরে রেখেছেন শক্ত করে। এবার তাঁরা এই সম্পর্ককে দিতে চলেছেন আইনি স্বীকৃতি। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও অভিনেতা-পরিচালক রাতুল মুখোপাধ্যায়। এতদিন শোনা যাচ্ছিল, এবার সেই জল্পনায় পড়ল সিলমোহর। সংবামাধ্যমকে রাতুল জানালেন ১৯ এপ্রিল বিয়ে করছেন তাঁরা। রূপাঞ্জনার সঙ্গে আলাপ থেকে বিয়ের প্রস্তুতি, খোলামেলা আড্ডায় রাতুল।বিয়ের সিদ্ধান্ত নিয়ে রাতুল এবিপি লাইভকে বলেন, ‘আমাদের সাড়ে ৬ বছরের সম্পর্ক। আমরা কোভিডটাও একসঙ্গে কাটিয়ে এসেছি। সম্পর্কটা এমন সময়ে আমাদের তৈরি হয়েছে, যে একসঙ্গে আমরা কঠিন বাস্তবটাও দেখেছি, তেমনই একসঙ্গে খুব ভাল দিনও দেখেছি। সেই কারণে আমাদের দুজনেরই মনে হয়েছে যে আর সময় নষ্ট করার কোনও কারণ নেই বিশেষ। আমি আর রূপাঞ্জনা তাই সিদ্ধান্ত নিই, যে আগামী ১৯ এপ্রিল, গাঁটছড়া বাঁধব।’

error: Content is protected !!