আমাকেও বলে বাংলাদেশি: মুখ্যমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: BJPকে তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন,‘আমাকেও বলে বাংলাদেশি। অথচ আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছি। জন্মের পরেই আমাকে কলকাতা নিয়ে যাওয়া হয়। কিন্তু আমি গ্রাম ভালো চিনি। হাল ধরে চাষ করতে পারি। মাছ ধরতে পারি। রান্না করতে পারি।’