আমাকেও তো মুসলিম বানিয়ে দেয়: মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: BJP-কে তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন,‘বাংলা সম্পর্কে কিছু জানে না, তাই বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলেন। নেতাজি ও ক্ষুদিরাম তো ওদের চোখে সন্ত্রাসবাদী। মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়েছে। আমাকে তো হরদমই মুসলিম বানায়। আমাকে যা খুশি বানান। সংখ্যালঘু বানান, নমঃশুদ্র বানান। আমি কিছু মনে করব না। ওরা যত বলবে তত লাভ।’