আমদাবাদ দুর্ঘটনায় মৃত এয়ার হোস্টেসের দেহ শনাক্ত, নাগাল্যান্ড হয়ে মণিপুরে পৌঁছবে কফিন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  আমদাবাদ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় মৃতদের মধ্যে ২৫ বছর বয়সি এয়ার হোস্টেস লামনুনথিয়েম সিংসন-ও একজন। বৃহস্পতিবার তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছে ঘটনার সঙ্গে যুক্ত একটি সূত্র।

কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন (KSO), কাংপোকপির তরফে জানানো হয়েছে, সিংসনের দেহ ডিমাপুর (নাগাল্যান্ড) বিমানবন্দর হয়ে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ মণিপুরের কাংপোকপিতে নিয়ে যাওয়া হবে। বর্তমানে মণিপুরের উত্তেজনাপূর্ণ মেইতেই অঞ্চলের মধ্য দিয়ে যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেই কারণে পরিবার চায়নি যে ইম্ফলে দেহ হস্তান্তর করা হোক বা মেইতেই অঞ্চলের মধ্য দিয়ে কাংপোকপিতে আনা হোক।

error: Content is protected !!