আমদাবাদ ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! দেখা করলেন আহতদের সঙ্গেও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  আমদাবাদে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধীর পায়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। আহতদের সঙ্গেও দেখা করবেন তিনি।

২০০ মিটার দূর পর্যন্ত ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এসে পৌঁছেছেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেলও। রয়েছে ফরেনসিক দলও।

স্নিফার ডগ নিয়ে এসে চলছে তল্লাশি। ঘটনাস্থলে আরও কেউ আটকে থাকতে পারে, এই সন্দেহ দূর করতে এখনও চলছে খোঁজ। এখনও মেলেনি ব্ল্যাক বক্সের হদিশ। সেই দিকে নজর রয়েছে সব দলের।

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা, বলাই বাহুল্য। এখনও চলছে ডিএনএ নমুনা সংগ্রহ। বিদেশে থাকা যাত্রীদের পরিবারগুলিকেও ইতিমধ্যেই জানানো হয়েছে, তাঁদের নমুনাও যত দ্রুত সম্ভব সংগ্রহ করা হবে।