📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: “রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় কথা বলব।” রাজভবনে শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে রাজ্যপালের তীব্র সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন রাজ্যপালের পাশে বসাও পাপ।
তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, “আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবেন, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাও পাপ!” এমনকি রাজ্যপালের ইস্তফারও দাবি তোলেন তিনি।
শনিবার সপ্তগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যপালকে কড়া আক্রমণ করেন। তাঁর অভিযোগ, রাজ্যপাল শুক্রবার যে ভিডিও সেটা এডিটেড ভিডিও। পাশাপাশি রাজ্যপালের পদত্যাগেরও দাবি তোলেন তিনি।