📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আধার কার্ড নিয়ে ফের সরকারকে তোপ। মুখ্যমন্ত্রী বলেন, ‘১৪২ কোটি আধার কার্ড হয়েছে RTI-এ বলেছেন। তাতে সারা দেশে ১১, ২৭২ অনুপ্রবেশকারী পেয়েছেন। তখন তো বায়োমেট্রিক নিয়েছেন। তাতে ভুল হয় কী করে? কিন্তু এখন জিজ্ঞাসা করুন, SIR-এ, চাকরিতে, খাদ্য পেতে, ভোট দিতে কাজে লাগে না আধার কার্ড।’
আধার কার্ড করানো বাধ্যতামূলক হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মমতার

