আধারকে মান্যতা দেওয়া নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  বিহারের ভোটার নিবিড় সংশোধনীর জন্য আধারকে বৈধ ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা হলেও তা কখনই নাগরিকত্বের প্রমাণ নয়। শীর্ষ আদালতে জানাল নির্বাচন কমিশন। তবে SIR-এ আধার কার্ড ১২তম নথি হিসেবে গ্রহণ করতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে এতে আধার যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মান্যতা পাচ্ছে না তাও স্পষ্ট করেছে শীর্ষ আদালত।