📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন দীপাবলি এবং ছটপুজো উপলক্ষ্যে একাধিক বিশেষ ট্রেন চালানোর কথা জানিয়েছে। উৎসব মরশুমে ট্রেনগুলি চলাচলে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলির বিশেষ সুবিধা হবে। বিভিন্ন দিনে ট্রেনগুলি পরিষেবা চালু থাকবে। বিষয়টি ইতিমধ্যে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। অন্যদিকে, শুক্রবার আদ্রা ডিভিশনের আধিকারিকরা ১৮১৮৩ টাটা-দানাপুর এক্সপ্রেসে যাত্রীদের সঙ্গে তাঁদের সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলেন। আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার(সিনিয়ার ডিসিএম) বিকাশ কুমার সহ অন্যান্য আধিকারিকরা সেখানে ছিলেন। রেলযাত্রীরা আধিকারিকদের কাছে তাদের মতামত তুলে ধরেন। আদ্রা ডিভিশনের ডিআরএম বলেন, রেল প্রশাসন যাত্রীদের আরামদায়ক, নিরাপদ এবং সুষ্ঠু ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ। যাত্রী সংখ্যার ক্রমবর্ধমান চাপ বিবেচনা করে রেল প্রশাসন ডিভিশনজুড়ে নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্ন ও যাত্রী সুবিধাকেই অগ্রাধিকার দিয়েছে। সে জন্য ছটপুজোর সময় মোট ৩৬টি স্পেশাল ট্রেন বিভিন্ন দিনে চালানো হচ্ছে। যাত্রীরা জানিয়েছেন, রেল পরিষেবায় তাঁরা সন্তুষ্ট। আগের তুলনায় পরিষেবা অনেক উন্নত হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় রেল প্রশাসন দেশে ১২ হাজারের বেশি পুজো স্পেশাল ট্রেন চালাচ্ছে। যেখানে গত বছর একই সময়ে ৭৭২৪টি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। আদ্রা ডিভিশনে ৩৬টি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। আদ্রা, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, বোকারো, চান্ডিল প্রভৃতি স্টেশন থেমে ট্রেনগুলি তিরুপতি, পাটনা, ভুবনেশ্বর, পোডনুর কোয়েম্বাটুর, গোরখপুর, আনন্দবিহার যাবে। শুধু তাই নয়, যাত্রীদের সুবিধার্থে প্রধান স্টেশনগুলিতে তথ্য বোর্ড, সহায়ক কাউন্টার, গাইডেন্স স্টাফ রয়েছে। পাশাপাশি সুরক্ষার জন্য আরপিএফ ও জিআরপি রয়েছে। ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড মোতায়ন রয়েছে। যাতে আতসবাজি, দাহ্য পদার্থ ও সন্দেহজনক বস্তুগুলির উপর বিশেষ নজরদারি চালানো যায়।
আদ্রা ডিভিশন নিয়ে বিশেষ পরিকল্পনায় রেল

