আজ হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, কী ভবিষ্যৎ ৩৬ হাজার শিক্ষকের?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের হবে চাকরি বাতিল? এ বার নজরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। সোমবার কলকাতা হাইকোর্টে শুনানি। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডি‌ভিশন বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত রয়েছে। এই মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। গত প্রায় ১ বছর ধরে বন্ধ হয়ে থাকা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলার শুনানি শুরুর বিষয়ে আর্জি জানাতে উদ্যোগী হয়েছেন মামলাকারীরা।

error: Content is protected !!