📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ মেদিনীপুরের প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ ময়দানে সভা করার কথা রয়েছে। গত দু’দিন ধরে চলছে তারই প্রস্তুতি। সভাস্থলে মণ্ডপ বাঁধার কাজ শেষ। তৈরি হয়ে গিয়েছে হেলিপ্য়াডও। নিরাপত্তা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জেলাশাসক ও প্রশাসনিক কর্তারা। প্রসঙ্গত, সোমবার শালবনিতে জোড়া পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করেন মুখ্য়মন্ত্রী।
আজ মেদিনীপুরের প্রশাসনিক সভা মমতার, নতুন ঘোষণার সম্ভাবনা?
