📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বুধবার দুপুরে কসবা চলো-র ডাক দিয়ে পথে নামছে ভারতীয় জনতা যুব মোর্চা। সেই কর্মসূচিতে আজ যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাসবিহারী থেকে কসবার আইন কলেজ পর্যন্ত এই পদযাত্রা হবে। এর পর কসবায় পৌঁছে জনসভার করে কর্মসূচি শেষ করার কথা রয়েছে।
আজ ভারতীয় জনতা যুব মোর্চার কসবা অভিযান
