আজ বঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার রাজ্যের উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি চারটি জেলাতেও দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভবনা রয়েছে নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলিতে। আজ এই তিন জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

error: Content is protected !!