আজ পৌষ কালীপুজো, জানুন পৌষ অমাবস্যা / বকুল অমাবস্যার কথা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেখতে দেখতে চলে এলো আরেকটি অমাবস্যা। মায়ের পুজোর দিন। কনকনে ঠাণ্ডায় ভরা পৌষ মাস শুরু হয়ে গেছে। এবারে শুরুতেই পড়ল অমাবস্যা। এই অমাবস্যার অপর নাম আম্রবকুল অমাবস্যা।

হঠাৎ এমন নাম? এর পিছনেও রয়েছে কারণ। নামটা ভালো করে দেখলে বোঝা যাবে আম্রবকুল অর্থাৎ আমের মুকুলের কথা। আজকে মায়ের পুজোয় আমের মুকুলের ছড়া লাগে, পূজা বিধি বাকি অমাবস্যার মতোই।

এর অন্তর্নিহিত কারণটি হল সাধক আমের মুকুলের মত একদম কুঁড়ি অবস্থায় নিজের সাধনা শুরু করে, এই সাধনা বহু ঘাত প্রতিঘাত সহ্য করে একসময় ফল পাবে, যেমন বৈশাখে তপ্ত পরিবেশেই আমের ফলন হয়, আর শেষে সেই আম জ্যৈষ্ঠের ফলহারিণী অমাবস্যায় মায়ের চরণে নিবেদিত হয়। যেমন সাধক তার সকল সাধনার ফল মায়ের চরণেই নিবেদন করে। আহা! এ কত সুন্দর!

আবার যদি শ্রীক্ষেত্রে চলে যাই, আজকেই দেখতে পাবো কৃষকেরা আমের মুকুল, ক্ষীর গাঁথা ও মান্দা পিঠের সাথে প্রভু জগন্নাথকে উৎসর্গ করেন। উপলক্ষ্য থাকে আগামী আমের মরসুমে ভালো ফলন লাভ। সাথে এই পুজোর প্রসাদ আমগাছগুলিকেও অর্পণ করা হয়, সবকিছুই যাতে প্রভুর কৃপায় বিনা বাধায় সম্পন্ন হয়। ওড়িশায় এটাই “বকুলা লাগি” বা “বাউলা অমাবস্যা” বলে।

মানুষ বিভিন্ন ভাবে ঈশ্বরের উপাসনা করে, ঈশ্বরের কাছে বিভিন্ন বিষয় কামনা করে থাকে। কিন্তু আমরা কয়জনই ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পণ করি? আমরা অনেকেই পারিনা। তবে যারা ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেন, তাদের আর অন্য কিছু চাইতে হয় না। ঈশ্বর তার সমস্ত ইচ্ছা পূরণ করেন।

আড়ম্বর নয়, থাকুক প্রভু আর মায়ের প্রতি সম্পূর্ণ সমর্পণ। শুরু করতে হবে আমের মুকুল হয়ে, শেষ করতে হবে ঈশ্বরের চরণে নিবেদিত আম হয়েই, আগে ঝড়ে পড়লে চলবেনা।