📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পদ্মাপারের ইলিশ প্রবেশ করল ভারতে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দর হয়ে দু’টি ট্রাকে ভারতে এসে পৌঁছল বাংলাদেশের ইলিশ। এখনও পর্যন্ত প্রায় ৮-৯ টন ইলিশ ভারতে এসেছে। রফতানিকারক সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিতে আরও কয়েকটি ট্রাকে করে ইলিশ প্রবেশ করতে পারে পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর হয়ে। পেট্রাপোল হয়ে ভারতে প্রবেশ করা এক ট্রাকের চালক জানিয়েছেন, যশোর থেকে এই ইলিশ নিয়ে এসেছেন তিনি। ১৭২ বাক্স ইলিশ নিয়ে ভারতে প্রবেশ করে ওই ট্রাকটি। চলতি মরসুমে ইলিশ নিয়ে এই ট্রাকটিই প্রথম প্রবেশ করল ভারতে। দ্বিতীয় ট্রাকের চালক জানিয়েছেন, সেটিকে ১৩৭ বাক্স ইলিশ আনা হয়েছে।
বাংলাদেশ থেকে ইলিশ আমদানিকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এই ইলিশগুলি কলকাতা ও শহরতলির বিভিন্ন বাজারে পাঠানো হবে। শুক্রবার থেকেই মাছ পাওয়া যাবে বাজারে। এক কেজির আশপাশেই ওজন ইলিশগুলির। কলকাতার খোলা বাজারে এই মাছগুলির কেজি পিছু দাম হতে পারে আনুমানিক দুই হাজার টাকা। আগামী দিনে পেট্রাপোল দিয়ে আরও ৭-৮টি ট্রাক প্রবেশ করতে পারে বলে ওই আমদানিকারী সংস্থা সূত্রে খবর। প্রসঙ্গত, শেখ হাসিনার আমল থেকেই ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছে বাংলাদেশ। তবে গত কয়েক বছর ধরে দুর্গাপুজোর আগে সৌজন্যের ইলিশ রফতানি করছে তারা।