আজ নেতাজি ইন্ডোরে সম্মেলনের পর নবান্নে বৈঠকে বসবেন মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকে চারিদিকে অসন্তোষ তৈরি হয়েছে। এর মধ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করবেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেই দিকে নজর থাকবে সকলের। সেই সঙ্গে আজ নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এ বার দিঘাকে ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। তার আগে আজ এই বৈঠক করবেন তিনি। জানা গিয়েছে, আজকের এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুখ‍্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ শীর্ষ পদস্থ আমলারা।

error: Content is protected !!