আজ থেকে মাতৃভূমি লোকালের তিনটি বগিতে উঠতে পারবেন পুরুষরাও, বড় সিদ্ধান্ত রেলের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জেনারেল কামরাকে (General Compartment) মহিলা কামরা (Ladies Special) করার প্রতিবাদের গত কয়েকদিন ধরে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছিলেন নিত্যযাত্রীরা। ব্যস্ত সময়ে মাতৃভূমি লোকাল বা লেডিজ স্পেশাল খালি যাওয়া সত্ত্বেও তাতে পুরুষদের জন্য কেন কয়েকটি বগি রাখা হবে না, সেই প্রশ্ন তুলছিলেন যাত্রীদের অনেকে।

এবার রেল পুরুষ যাত্রীদের সেই দাবি মেনে নেওয়া হল। রেলের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ সোমবার থেকে মাতৃভূমি লোকাল বা লেডিড স্পেশ্যালে উঠতে পারবেন পুরুষেরাও। এজন্য রেলের তরফে তিনটি বগি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ৪, ৫ ও ৬ নম্বর বগিতে উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। মাতৃভূমি লোকালের অন্য বগিতে উঠলে অবশ্য কড়া শাস্তির মুখে পড়তে হবে।

error: Content is protected !!