📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ, অর্থাৎ মঙ্গলবারই হাওড়ার বেলগাছিয়ার (Howrah Belgachia) পরিস্থিতি নিয়ে বৈঠকে (Meeting) বসছে পুর ও নগরোন্নয়ন দফতর। সেখানে উপস্থিত থাকবেন হাওড়া ও বালি পুরসভার আধিকারিকরা।
সোমবার ভাগাড় পরিদর্শনে গিয়েছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানান, রাজ্য নিজের তহবিলেই অর্থের ব্যবস্থা করছে। মানুষ অবৈধভাবে বসতি গড়ে তুলেছিল। খালি জমি চিহ্নিত করে, সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আর ২-৩ বছর সময় লাগবে বলে জানালেন পুরমন্ত্রী।
গতকাল থেকে নতুন করে ভাগাড়ে সার্ভের কাজ শুরু হয়েছে। ভাগাড়ের বাসিন্দাদের কোথায় পুনর্বাসন দেওয়া যাবে তা নিয়েই মূলত আজকের বৈঠকে আলোচনা হবে। ফিরহাদ সোমবারই বলেন, “মিথেন গ্যাস মানুষের জন্য ক্ষতিকর। আমরা চাই, দ্রুত এই গ্যাস নির্গমন বন্ধ করে পুরো এলাকা পরিষ্কার করে ফেলা হোক। আমরা জাদু করতে পারি না, কিন্তু পরিকল্পনা মতো কাজ চললে কয়েক বছরের মধ্যেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে।”
ভাগাড়ে কাজ করা কর্মীদের কথায়, অনেক বছর ধরে এই মাটি পড়ে থাকায় তা শক্ত আর ব্যবহার অযোগ্য হয়ে গেছে। আমরা যখন এই অংশ কাটছি, তখন দেখা যাচ্ছে, অনেক জায়গা আলগা হয়ে যাচ্ছে, আবার কিছু জায়গায় ভেঙেও পড়ছে। এর ফলে জমির উপর চাপ বেড়ে যাচ্ছে। তাই দ্রুত প্রসেসিং-এর কাজ শুরু করা দরকার।