আগ্নেয়াস্ত্র ও মদ পাচারের পর্দা ফাঁস, হাওড়া স্টেশন থেকে ধৃত পাচারকারী, প্রশ্ন নিরাপত্তা নিয়ে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:   বিহার থেকে রাজ্যে বড়সড় অস্ত্র পাচারের চক্রান্ত ফাঁস। পাশাপাশি রাজ‌্য থেকে অভিনব পদ্ধতিতে মদ পাচার করা হচ্ছিল সেই বিহারে। দু’টি পাচারই হত রেলপথে। হাওড়া স্টেশন থেকে হচ্ছিল অস্ত্র পাচার। দুই পাচারকারীকে ধরার পর পর্দাফাঁস করেছে এসটিএফ। প্রশ্ন উঠছে, স্টেশনের নিরাপত্তা নিয়েও।

error: Content is protected !!