📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলাদেশে আওয়ামি লিগের (Awami League) যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করল মহম্মদ ইউনুস সরকার (MD Yunus)। ঢাকায় সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সরকারি ঘোষণা অনুযায়ী, আওয়ামি লিগের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের (Bangladesh) মাটিতে ওই দল কোনও কর্মসূচি পালন করতে পারবে না। এই বিধিনিষেধের আওতায় আছে সাইবার স্পেসও। ফলে শেখ হাসিনার পক্ষে আওয়ামি লিগের ফেসবুক পেজ মারফত ভাষণ দেওয়া সম্ভব হবে না। তবে দল হিসাবে এখনই আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি।
আওয়ামি লিগকে নিয়ে শনিবার উপদেষ্টা মণ্ডলীর সভায় মহম্মদ ইউনুস সরকার কঠোর সিদ্ধান্ত নিতে পারে, দুপুরেই দ্য ওয়াল-এ তা লেখা হয়েছিল। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভা ডাকা হয়েছিল। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছিল আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আন্দোলন। শুক্রবার অন্তর্বর্তী সরকারের তরফে জানানো হয় দাবিটি সরকারের বিবেচনাধীন এবং দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন তৈরি দল জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে তৈরি আন্দোলনে অনেক দল যোগ দেয়। শুক্রবার রাতে ঘোষণা করা হয়, আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত ঢাকার সমাবেশ চলতে থাকবে।