আইসিসিআর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ‘ সরলা দেবী চৌধুরানী সম্মান ‘

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের উদ্যোগে কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল তৃতীয় বর্ষের ‘সরলা দেবী চৌধুরানী সম্মান’। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এ বছর সম্মান প্রদান করা হয় পাঁচজন বিশিষ্ট নারীকে।

সম্মানপ্রাপ্তদের তালিকায় ছিলেন অভিনেত্রী চৈতী ঘোষাল, অভিনেত্রী এশা ভট্টাচার্য, পরিবেশকর্মী সুমিতা ব্যানার্জি, আলপনা শিল্পী রত্নাবলি ঘোষ এবং ব্যবসায়ী ঝুমুর বসু।

অনুষ্ঠানে কবিতা, গান ও আলোচনার মাধ্যমে তুলে ধরা হয় সরলা দেবীর জীবন ও কর্মযাত্রার নানা দিক—যেখানে বিশেষভাবে আলোচিত হয় তাঁর নারী শিক্ষায় অবদান, সমাজ সংস্কারে ভূমিকা ও সাহিত্যে সক্রিয় উপস্থিতি।

সংগঠনের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, “আমাদের সংগঠনই সারা রাজ্যে প্রথম সরলা দেবীর জন্মদিন উদ্‌যাপন করে আসছে। এই সম্মাননার মাধ্যমে সমাজের কৃতী নারীদের কর্মযাত্রা ও অবদানকে আমরা সামনে আনতে চাই।”