আইসিকে কুকথা বলার পরেও কেন গ্রেফতার করা হল না অনুব্রতকে, প্রশ্ন জাতীয় মহিলা কমিশনের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একজন অন ডিউটি আইসিকে কুকথা বলার পরেও কেন গ্রেফতার করা হল না অনুব্রত মণ্ডলকে, সেই প্রশ্ন তুললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।

শুক্রবার হুগলির উত্তরপাড়ায় জন শুনানিতে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অনুব্রত মণ্ডল একজন অন ডিউটি আইসিকে যে ভাষায় কথা বলেছেন তা অত্যন্ত লজ্জার। এই ঘটনার পর পুলিশ কেন কাজ করেনি তার জন্য গতকাল আমরা চিঠি দিয়েছি। এখনও তাঁর ফোন সিজ করা হয়নি। এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। অসুস্থ দাবি করে পাঁচ দিন হাজিরা এড়িয়েছেন। আমরা পুরো বিষয়টি জানতে চেয়েছি।