নিজস্ব সংবাদদাতা, Todays Story: জলে গেল চিন্নাস্বামীতে দীনেশ কার্তিকের ব্যাটিং বিপ্লব। হায়দরাবাদের ২৮৮ রানের তাড়ায় ব্যাট হাতে কামাল করলেন কার্তিক। ৩৫ বলে ৮৩ রান করে আউট হলেন তিনি। তিনি আউট হতেই আইপিএলে এই মরশুমে টানা হাফ ডজন ম্যাচে হার হজম করতে হল আরসিবিকে। ২০ বলে ৪২ রান করেও ঝড় তুলতে পারলেন না বিরাট। অধিনায়ক ডুপ্লেসির অবদান ২৮ বলে ৬২ রান।এরপরেও ২৫ রানে ডেকান ডার্বি ছিল হায়দরাবাদ। রেকর্ড ২৮৮ রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন বিরাট ও ডুপ্লেসি। ম্যাক্সওয়েল নেই। এই ভাবনাই তখন চলছিল তাঁদের মাথায়। তাতেও প্রথম উইকেটে ৮০ রান তোলেন এই দুই ব্যাটার। একটা সময় মনে হচ্ছিল ২৮৭ রান না কম হয়ে দাঁড়ায়।কিন্তু খুব দ্রুত বিরাট এবং উইল জেকস আউট হতেই ম্যাচ ধরে নেয় হায়দরাবাদ। ৪ ওভারে ৪৩ রান দিয়ে তিনটি উইকেট অধিনায়ক প্যাট কামিন্সের। কার্তিকের ৮৩ রানের সৌজন্যে ২০ ওভারে সাত উইকেট ২৬২ করে আরসিবি। এই জয়ের ফলে ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে প্রথম চারে চলে এল হায়দরাবাদ।