Homeদেশআইএসএস অফিসার নিধি তিওয়ারি এ বার মোদীর প্রাইভেট সেক্রেটারি আইএসএস অফিসার নিধি তিওয়ারি এ বার মোদীর প্রাইভেট সেক্রেটারি April 1, 2025Editor 📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন নিধি তিওয়ারি। ২০১৪ সালের ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার।
কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় মৃত বাংলার ১ বাসিন্দা 📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে এসএমভিটি বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস। লাইনচ্যুত হয় একাধিক বগি। সেই ঘটনায়…
প্রয়াগরাজের গঙ্গায় ব্যাকটেরিয়ার মাত্রা বিপদজনক, দাবি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের 📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইতিমধ্যেই প্রয়াগরাজের সঙ্গমে স্নান করেছেন ৫০ কোটির বেশি মানুষ। মহাকুম্ভে প্রয়াগ সঙ্গমে ডুব দিয়ে মোক্ষলাভের…
বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ৬ সপ্তাহের মধ্যে দিতে হবে, পরের শুনানি ৪ অগস্ট 📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র (DA) ২৫ শতাংশ ৬ সপ্তাহের মধ্যে দিতে হবে বলে জানিয়ে দিল…