নিজস্ব সংবাদদাতা, Todays Story: আইএসএলে প্রথমবার লিগ-শিল্ড জিতে ইতিহাসে মোহনবাগান সুপার জায়েন্ট। দলের পারফরম্যান্সে আপ্লুত মোহনবাগান সুপার জায়েন্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। মুম্বইকে হারানোর পর টিম মোহনবাগানকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একইসঙ্গে আপামর সবুজ-মেরুন জনতাকেও ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে তিনি জানান, এবার ফোকাস কাপ জয়ে। যুবভারতীতে মুম্বইকে হারানোর পর কোচ অ্যান্তনিও হাবাসের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সবুজ-মেরুন ফুটবলাররা।দর্শক ঠাসা যুবভারতীতে মুম্বই বধ হতেই কলকাতার রং হয় সবুজ-মেরুন। ম্যাচ শেষে দিমিত্রি পেত্রাতোসরা জানিয়েদেন, এখান থেকে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কোনও লক্ষ্য নেই তাঁদের। কারণ, হাবাসের হাতে তাঁদের এই মোহনবাগান অশ্বমেদের ঘোড়া।এই মরশুমে আইএসএলের লিগ পর্যায়ে ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শেষ করল মোহনবাগান সুপার জায়েন্ট। এরমধ্যে জয় ১৫টি ম্যাচে। যার বেশিরভাগটাই এসেছে হাবাসের হাত ধরে। ২৩ এপ্রিল শুরু আইএসএলের নক-আউট। প্রথম দিনেই খেলতে নামবে সবুজ-মেরুন
আইএসএলে ইতিহাস সবুজ-মেরুনের, আপ্লুত কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, ধন্যবাদ সমর্থকদেরও
